বামনডাঙ্গায় আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন।

সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়ন যুবলীগের আয়োজনে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি মাধ্যমে বাংলাদেশ আওয়ামী যুবলীগ’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে।
কর্মসূচীর শুরুতে সকাল ৮ঘটীকায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন.বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ ফজলুল হক মনি’র প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও এক মিনিট নিরবতা পালন করা হয়।
দুপুর ১:৩০ মিনিট বাদ যোহর স্থানীয় জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়.
বিকাল ৪ঘটিকায় দলীয় কার্যালয় থেকে বর্ণাঢ্য সাজে আনন্দ র্যালী বের হয়.আনন্দ র্যালীটি ইউনিয়নের প্রধান প্রধান সড়ক প্রদর্শন করে।
বিকাল ৫ ঘটিকায় বামনডাঙ্গা ইউনিয়ন যুগলীগ আহ্বায়ক স্বপন রাম রায়’ নেতৃত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়, আলোচনা সভায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন,আহ্বায়ক স্বপন রাম রায়,যুগ্ম আহ্বায়ক মুশকিল হাসান পিয়াল সহ উপজেলা ও ইউনিয়ন আ’লীগ,যুবলীগ,সেচ্ছাসেবকলীগ,ও ছাত্রলীগ নেতৃবৃন্দ।
আলোচনা শেষে কেক কাটার মাধ্যমে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।