You are here
Home > বাংলাদেশ > বরিশালে মহানবী(সাঃ) কটুক্তি করা যুবক গ্রেফতার।

বরিশালে মহানবী(সাঃ) কটুক্তি করা যুবক গ্রেফতার।

Share

বরিশালের মেহেন্দিগঞ্জে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে কটুক্তি করা একটি পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। মুহুর্তের মধ্যে সেটা ছড়িয়ে পড়ে সারা বাংলাদেশে। কটুক্তি করা পোস্ট নিয়ে মেহেন্দিগঞ্জ সহ সারা দেশে নিন্দার ঝড় উঠে এবং ঐ যুবককে গ্রেফতারের জোড় দাবী জানান ধর্মপ্রাণ আলেম হুজুর সহ অন্যান্য মুসলিমরা। দ্রুত গ্রেফতার ও শাস্তি নিশ্চিতে বিক্ষোভ সমাবেশে অনুষ্ঠিত হয়। পোস্টটি ফেসবুকে ভাইরাল হলে ঐ যুবক পলাতক ছিল। এই ঘটনার বিষয়ে মাওলানা মনসুর আলী বাদী হয়ে তথ্যপ্রযুক্তি আইনে উক্ত যুবকের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।

বিষয়টি বরিশাল জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোঃ নাইমুল হক এর নজরে আসলে তার নেতৃত্বে অভিযান চালিয়ে গতকাল বেলা দুইটার দিকে মেহেন্দিগঞ্জের খরকি এলাকা থেকে তাকে গ্রেফতার করেন। গ্রেপ্তারকৃত যুবকের নাম সজল চন্দ্র শীল(২৭) পিতা শংকর চন্দ্র শীল, ৬ নং ওয়ার্ড, খোরকি, মেহেন্দিগঞ্জ পৌরসভা।

এ প্রসঙ্গে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো: নাঈমুল হক বলেন “ঘটনাটি অত্যন্ত স্পর্শকাতর হওয়া পুলিশ সুপারের নির্দেশে আমি আসামী গ্রেফতার অভিযানে নামি। গোপন সংবাদের ভিত্তিতে প্রযুক্তির সাহায্যে উক্ত যুবকের অবস্থান নির্ণয় করে তাকে গ্রেফতার করা হয়। আসামি গ্রেফতার করে আমরা তাকে আইনের আওতায় নিয়ে এসেছি। প্রচলিত আইন অনুযায়ী তার বিচার হবে। তবে এই ঘটনাকে কেন্দ্র করে যদি কোন শক্তি দেশে অরাজকতা করার চেষ্টা করে তবে কাউকে ছাড় দেয়া হবে না।” এসময় তিনি স্থানীয় জনগণকে শান্ত থাকার আহ্বান জানান এবং পুলিশের উপর আস্থা রাখার জন্য ধন্যবাদ জানান।

Top