মাদারীপুরের কালকিনিতে ঔষধ কোম্পানির প্রতিনিধিদের কমিটি গঠন।

Share
উৎসবমূখর পরিবেশে মাদারীপুরের কালকিনি উপজেলা ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেনটেটিভ এসোসিয়েশন(ফারিয়া)’র বিশিষ্ট কার্যকরী নতুন কমিটি গঠন করা হয়েছে।
মঙ্গলবার রাতে সাপ্তাহিক কালকিনি বার্তা কার্যালয়ে সম্মেলন শেষে কালকিনি উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক মিজানুর রহমান(ইউনিকেয়ার)কে সভাপতি ও মোঃ শহিদুল ইসলাম(শরিফ ফার্মা)কে সাধারন সম্পাদক করে ১৬সদস্য বিশিষ্ট কমিটিতে প্রধান উপদেষ্টা করা হয়েছে আনিচুর রহমানকে। সহ-সভাপতি করা হয়েছে আব্দুল কাইয়ুম (হামজা) সাইফুল ইসলাম ও রেজাউল ইসলামকে। মামুন ফকিরকে যুগ্ম-সাধারন সম্পাদক, ইউসুফ বেপারীকে সাংগঠনিক স্পাদক, রতন দে কে সহ-সাংগঠনিক সম্পাদক, সঞ্জয় সরকার(এবি ফার্মা)কে দপ্তর, আবদুর রব আকন(র্যাংগস) কে কোষাধ্যক্ষ, উত্তম মন্ডলকে প্রচার, মোঃ ডালিম মিয়াকে ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক করা হয়েছে।