আশুলিয়ায় ডিস ব্যবসা কেন্দ্র করে হামলা, আহত ৬।

সাভারের আশুলিয়ায় ডিস ব্যবসাকে কেন্দ্র করে পূর্ব শত্রুতার জেরে হামলা চালিয়ে অফিস ভাঙ্চুরসহ চারজনকে আহত করেছে প্রতিপক্ষরা।
মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে এ বিষয়ে আশুলিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী সানোয়ার।
এরআগে, বিকালে আশুলিয়ার বগাবাড়ি এলাকা বসুন্ধরা মাঠের পাশে এ হামলার ঘটনা ঘটে।
আহতরা হলো- সানোয়ার (৫৭), নয়ন (২৮), রাজু (২৪), নিলয়(২২), অমিত হাসান দিপু(২১) ও মিরাজ(১৪)।
অভিযুক্তরা হলো- আশুলিয়ার আলাউদ্দিন মিয়ার ছেলে সোহাগ (৩০), আইয়ুব আলীর ছেলে সহির উদ্দিন (৩২), সহিদুল্লার ছেলে দ্বীন ইসলাম (৩০) ও ছমির উদ্দিনের ছেলে জাহিদ (৩০।
অভিযোগ সূত্রে জানা গেছে, বিকালে আশুলিয়ার বগাবাড়ি এলাকা বসুন্ধরা মাঠের পাশে দিপুর ডিস অফিসে পূর্বপরিকল্পিতভাবে সোহাগ বাহিনী হামলা চালিয়ে অফিস ভাঙ্গচুর করে। এসময় দিপু বাধা দিতে গেলে তাকেসহ মিরাজ, নিলয় ও সানোয়ারকে দেশীয় অস্ত্র দিয়ে মারধর করে৷ একই সাথে দিপুর অফিসের ডয়ারে থাকা ৫০ হাজার টাকা ও দুটি এনড্রয়েট ফোন নিয়ে যায়। এবং পরে মৃত্যুরও হুমকি দেয়।
অভিযোগকারী সানোয়ার বলেন, দীর্ঘ দিন যাবৎ ডিস লইনের ব্যবসা করে আসচ্ছিলো দিপু। কিন্তু তার ব্যবসা ছিনিয়ে নিতে চায় সোহাগ। একারণে বিভিন্ন সময় ডিস সংযোগের তারও কেটে দিয়েছিলো সোহাগ।
এ বিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) ফরিদ বলেন, আমি অভিযোগের কপি হাতে পেয়েছে। তদন্ত করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।