সুন্দরগঞ্জে রাস্তা পাকা করণের দাবি জানালেন বীর মুক্তিযোদ্ধা।

গাইবান্ধার সুন্দরগঞ্জে রাস্তা পাঁকা করণের দাবি জানিয়েছেন ইঞ্জিনিয়ার আলহাজ্ব কেএএম আবুল হোসেন নামে এক বীর মুক্তিযোদ্ধা। গত সোমবার (৯ নভেম্বর) তিনি উপজেলা প্রকৌশলীর নিকট এ দাবি জানিয়ে আবেদন করেন।
বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন সুন্দরগঞ্জ উপজেলার তারাপুর ইউনিয়নের চাচিয়া গ্রামের বসুনিয়াপাড়া মোড় থেকে মরহুম আজিজল হক চেয়ারম্যানের বাড়ীর সামন দিয়ে উত্তরে ঘগোয়া গ্রামের গংগারহাট রাস্তার বটেরতলা পর্যন্ত প্রায় তিন কিলোমিটার দৈর্ঘ্য রাস্তাটি পাকা করণের দাবি জানান।দাবীতে বলা হয় এই রাস্তাটি যোগাযোগের ক্ষেত্রে অতীব গুরুত্বপূর্ণ হলেও পাঁকা করা হয়নি। অথচ কম গুরুত্বপূর্ণ রাস্তা পাঁকা করা হয়েছে। এই রাস্তা দিয়ে রংপুর জেলা শহর, পীরগাছা ও কাউনিয়া উপজেলায় যাতায়াত করে লোকজন।
ঘগোয়া গ্রামের বটেরতলা থেকে গংগারহাট হয়ে তাম্বুলপুর থেকে কাউনিয়া, পীরগাছা ও রংপুরের যোগাযোগ রাস্তা অনেক আগে থেকেই পাঁকা করা হয়েছে। অপরদিকে বসুনিয়াপাড়া মোড় থেকে সুন্দরগঞ্জ রাস্তাও পাঁকা। শুধু মাঝখানে এই তিন কিলোমিটার রাস্তা কাঁচা হওয়ায় এলাকাবাসীকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। যার কারণে উন্নয়নের সুফল পাচ্ছেনা অত্র এলাকাবাসী। তাই রাস্তাটি পাঁকা করণের দাবি জানান ঘগোয়া গ্রামের বাসিন্দা অবপ্রাপ্ত এজিএম বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন।
আবেদন পাওয়ার বিষয়টি নিশ্চিত করে উপজেলা প্রকৌশলী আবুল মনছুর জানান, যোগাযোগের ক্ষেত্রে রাস্তাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ায় পাঁকা করণের জন্যে তৎপরতা চালানো হচ্ছে ।