You are here
Home > বাংলাদেশ > বাগেরহাটে দুর্নীতির দায়ে অফিস সহকারী বরখাস্ত।

বাগেরহাটে দুর্নীতির দায়ে অফিস সহকারী বরখাস্ত।

Share

বাগেরহাট সদর উপজেলার হাকিমপুর সামসুল হুদা মাধ্যমিক বিদ্যালয়ে এবার অনিয়ম দুর্নীতি ও স্বেচ্ছাচারিতা সহ নানাবিধ অভিযোগে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর বিল্লাল হুসাইনকে সাময়িক ভাবে বরখাস্ত করা হয়েছে। সোমবার সকাল ১১টায় বিদ্যালয়ের অফিস কক্ষে ম্যানিজিং কমিটির এক জরুরী সভায় এ সিদ্ধান্ত গ্রহন করা হয়। এর আগে উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ ফিরোজ আহম্মেদ নানাবিধ অপরাধে অভিযুক্ত হলে তাকেও সাময়িক বরখাস্ত করে চুড়ান্ত বরখাস্তের জন্য যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে ১টি আবেদন করা হয়।

জানা গেছে, উক্ত বিদ্যালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর বিল্লাল হুসাইন ২০১৫ সালে বিদ্যালয়ে যোগদানের পর হতে নানাবিধ অনিয়ম দুর্নীতি শিক্ষকদের সাথে অসদাচরন ছাত্রীদের সাথে অসৌজন্য মুলক আচরন, নিজ দায়িত্ব কর্তব্যে চরম অবহেলা, ম্যানেজিং কমিটির আদেশ নির্দ্দেশ অমান্য, বিদ্যালয়ে আগত অভিভাবকদের সাথে চরম দুর্ব্যাবহার সহ নানাবিধ অভিযোগ উঠে।

এবিষয়টি শিক্ষক ম্যানেজিং কমিটি ও অভিভাবকদের নজরে আসলে তাঁরা বিষয়টি নিয়ে গত ২রা নভেম্বর ২০২০ তারিখে এক জরুরী সভায় তার বিরুদ্ধে আনীত সকল অভিযোগের ভিত্তিতে একটি অভিযোগনামা গঠন করে কারণ দর্শানো নোটিশ প্রদান করা হয়। এরই প্রেক্ষিতে গত ৭ই নভেম্বর অভিযুক্ত অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর বিল্লাল হুসাইন সন্তোষ জনক কোন উত্তর দিতে না পারায় তাকে সাময়িক বরখাস্ত করেন। শুধু তাই নয়, স্বচ্ছতা আনতে একই সাথে তার বিরুদ্ধে আনীত অভিযোগ গুলি তদন্তের জন্য তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এবিষয়ে অভিযুক্ত অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর বিল্লাল হুসাইন এর সাথে কয়েকদফা যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

এ ব্যাপারে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও শিক্ষানুরাগী লিটন শিকদার এর সাথে আলাপ করা হলে তিনি বিষয়টি স্বীকার করে বলেন প্রতিষ্ঠানে স্বচ্ছতা ও জবাবদিহিতা আনতে আমরা উপরোক্ত সিন্ধান্ত গ্রহন করেছি।

 

Top