You are here
Home > বাংলাদেশ > গৌরনদীতে শহিদুল ইসলাম সুজন হাওলাদার সমর্থনে নির্বাচনী সভা। 

গৌরনদীতে শহিদুল ইসলাম সুজন হাওলাদার সমর্থনে নির্বাচনী সভা। 

Share

নির্বাচন কমিশন থেকে পৌরসভার নির্বাচন ঘোষনার পর পর বরিশালের গৌরনদী পৌরসভার ১নং ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী আওয়ামীলীগ নেতা শহিদুল ইসলাম সুজন হাওলাদার গন সংযোগ, মিছিল ও নির্বাচনী সভার আয়োজন করেন।

রবিবার মাগরিব নামাজ বাদে আওয়ামীলীগ নেতা শহিদুল ইসলাম সুজন হাওলাদার সমর্থনে টরকী বন্দর থেকে বিশাল মিছিল নিয়ে ১নং ওয়ার্ডের মুন্সি বাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে জড়ো হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদ এর সম্মানিত সদস্য রাজু আহম্মেদ হারুন হাওলাদার,আমির হাওলাদার এর সভাপতিত্বে নির্বাচনী সভায় বক্তব্য রাখেন ১নং ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী আওয়ামীলীগ নেতা শহিদুল ইসলাম সুজন হাওলাদার,বিশেষ অতিথি খোকন মুন্সি,লাল মিয়া মুন্সী,সালাম ঘরামী,মিলন মুন্সি,অনুপ দাস,বিপুল ঘোষ,দীপক চন্দ্র,শাহাদত হলাদার,হীরা মাঝি,বাপ্পা হালদার,ভিপি হৃদয়সহ অন্যান্য নেতাকর্মী।

Top