জয়পুরহাটে বেশি দামে সার বিক্রি করায় দুই ব্যবসায়ীর জরিমানা।

জয়পুরহাটের ক্ষেতলালে দুই সার ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। সোমবার (৯ নভেম্বর) বিকেলে উপজেলার গণমঙ্গল বাজারে সরকার নির্ধারিত মূল্যের থেকে বেশী দামে সার বিক্রি করার অপরাধে দুই ব্যবসায়ীকে এ জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন ক্ষেতলাল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের বিচারক এ.এফ.এম আবু সুফিয়ান।
এ বিষয়ে ভ্রাম্যমান আদালতের বিচারক এ.এফ.এম আবু সুফিয়া জানান, উপজেলার গণমঙ্গল বাজারে সার ব্যবসায়ীরা সরকার নির্ধারিত দামের চেয়ে অতিরিক্ত দামে ইউরিয়া, টিএসপি ও এমওপি সার বিক্রি করছিলেন । স্থানীয় কৃষকদের এমন অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এসময় গণমঙ্গল বাজারের সার ব্যবসায়ী মেসার্স মেহজাবিন কৃষি ভান্ডারের মালিক মহববতুল ইসলামকে ৩০ হাজার টাকা এবং মেসার্স রাজিয়া ট্রের্ডাসের মালিক আব্দুল জলিল সরদারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। ভ্রাম্যমান আদালত পরিচালনা কালীন ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নীরেন্দ্রনাথ মন্ডল, উপসহকারি কৃষি কর্মকর্তা মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন।