ঘাটাইলে জুমার নামাজে মসজিদে প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তির অভিযোগ।

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার আনেহোলা ইউনিয়নের যুগিহাটে গ্রামের পূর্বপাড়া গ্রামের জামে মসজিদের ইমাম, ও কথিত জামাত নেতা ইবরাহীম খলিল ৬ নভেম্বর জুমার নামাজের সময় মুসল্লিরা একত্রিত হলে হঠাৎ করেই দেশ ও সরকার বিরোধী বয়ান দিতে থাকে। এক পর্যায়ে তিনি প্রধানমন্ত্রীকে ফেরাউনের সাথে তুলনা করেন। এ ব্যাপারে জানতে চাইলে এলাকাবাসী বলেন “উনি উনার ভাষণের একপর্যায়ে জননেত্রী শেখ হাসিনাকে ফেরাউনের সাথে তুলনা করেন এবং তার পতন দাবি করেন। শেখ হাসিনাকে হযরত শেখ হাসিনা বলে ব্যঙ্গ করেন। শেখ হাসিনার কথা নিয়ে আরো অনেক অপ্রীতিকর কথা সেখানে বলেন” মসজিদ পরিচালনা কমিটি উপস্থিত থাকলেও তার কোন প্রতিবাদ করেনি বলে এলাকাবাসী জানান। এ নিয়ে এলাকায় তুমুল উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোষ্ট করে বিচার দাবি করেন, সুজন সোহাগ নামে একজন লিখেন৷ “আমরা মুসলমান । সবাই কোন না কোন দল সমর্থন করে থাকি। কিন্তুু আজকে আনেহলা ইউনিয়ন এর যুগিহাটি গ্রামের পূর্বপাড়া জামে মসজিদের ইমাম জনাব ইব্রাহিম খলিল জুমার নামাজের পূর্বে বক্তব্য রাখেন। উনি উনার ভাষণের একপর্যায়ে জননেত্রী শেখ হাসিনাকে ফেরাউনের সাথে তুলনা করেন এবং তার পতন দাবি করেন। শেখ হাসিনাকে হযরত শেখ হাসিনা বলে ব্যঙ্গ করেন। শেখ হাসিনার কথা নিয়ে আরো অনেক অপ্রীতিকর কথা সেখানে বলেেন। মসজিদ পরিচালনা কমিটি সেখানে উপস্থিত থাকলেও কোনো প্রতিবাদ করেনি। আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। জামাত শিবির উগ্রবাদীকে অতিশীঘ্রই আইনের আওতায় আনা হোক এবং তার এই ভূমিকার পিছনে আরো কারো হাত আছে কিনা সেটাও তদন্ত করা হোক”