বরিশালের গৌরনদীতে এক কেজি গাঁজা সহ গ্রেফতার ১।

Share
বরিশালের গৌরনদীতে ১ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে গৌরনদী মডেল থানার পুলিশ। শুক্রবার (৬ নভেম্বর) সকালে উপ পরিদর্শক (নিঃ) শাহাব উদ্দিন সঙ্গীয় অফিসার ফোর্স সহ গৌরনদী উপজেলার গরঙ্গল লঞ্চঘাট এলাকা থেকে অভিযান চালিয়ে এক কেজি গাঁজা সহ মইনুল ইসলাম হওলাদার(২৭) কে গ্রেফতার করে। আসামি মইনুল ইসলাম হওলাদার উজিরপুর থানার বাহেরঘাট গ্রামের মৃত মোক্তার ব্যাপারির ছেলে।
এ বিষয়ে গৌরনদী মডেল থানার উপ পরিদর্শক শাহাব উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পেয়ে অভিযান পরিচালনা করে গাঁজা সহ আসামিকে তারা গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে।