You are here
Home > বাংলাদেশ > বিএনপির দুই সাবেক নেতার মৃত্যু বার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে দোয়া মাহফিল।

বিএনপির দুই সাবেক নেতার মৃত্যু বার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে দোয়া মাহফিল।

Share

সাবেক মন্ত্রীও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম। অবিভক্ত ঢাকার সাবেক মেয়রও বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকার প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ নভেম্বর) সন্ধ্যায় জেলা বিএনপির দলীয় কার্যালয়ে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধানের সঞ্চালনায় দোয়া মাহফিলে জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ শামছুল হক, যুগ্ম আহ্বায়ক গোলজার হোসেন, সাবেক জেলা বিএনপির সহ সভাপতি ফজলুর রহমান,আমিনুল হক বকুল, সাংগঠনিক সম্পাদক সেলিম রেজা ডিউক, পাঁচবিবি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ডালিম, জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি মুশফিক আলম বুলু,সহসভাপতি শামস মতিন, জেলা ছাত্রদলের সভাপতি মামুনুর রশীদ প্রধান, সাধারণ সম্পাদক মোক্তাদুল আদনান সহ বিএনপি, যুবদল, শ্রমিক দল, ছাত্রদল ও মহিলা দলের নেতাকর্মীরা দোয়া মাহফিলে অংশ নেন।

Top