You are here
Home > বাংলাদেশ > রাজশাহীতে বিনম্র শ্রদ্ধায় জেল হত্যা দিবস পালিত।

রাজশাহীতে বিনম্র শ্রদ্ধায় জেল হত্যা দিবস পালিত।

Share

৩ নভেম্বর জাতীয় জেলহত্যা দিবস। বাঙালি জাতির কলঙ্কময় দিন। দিনটি সারাদেশে যথাযোগ্য মর্যাদায় পালন করা হচ্ছে। জাতীয় চার নেতার অন্যতম শহীদ এএইচএম কামারুজ্জামানের জন্মভূমি রাজশাহীতেও দিবসটি বিনম্র শ্রদ্ধায় পালন করা হচ্ছে।

রাত ১২ টা ১ মিনিটে জাতীয় নেতা শহীদ কামারুজ্জামানের সমাধিতে ফুলের পুষ্পমাল্য অর্পণের মধ্যে দিয়ে শ্রদ্ধা নিবেদন শুরু হয়।

সকাল সাড়ে ১০ টার সময় রাজশাহী মহানগর দলীয় কার্যালয়ের সামনে অবস্থিত জাতির জনক বঙ্গবন্ধু ও শহীদ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, ১১ টায় রাজশাহী মহানগর আওয়ামীলী আয়োজিত রাজশাহী মহানগর আওয়ামীলীগ সভাপতি রাসিক মেয়র ও শহীদ কামারুজ্জামানের পুত্র এএইচএম খায়রুজ্জামান লিটনের নেতৃত্বে শহীদ কামারুজ্জামানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।

পরে শহীদ জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, ক্যাপ্টেন এম মনসুর আলী ও এএইচএম কামারুজ্জামানের শ্রদ্ধায় ১ মিনিট নিরবতা ও দোয়া করা হয়।

এছাড়াও রাজশাহী জেলা আওয়ামী, জেলা ও মহানগর যুবলীগ, ছাত্রলীগ কৃষকলীগসহ বিভিন্ন সহযোগী সংগঠন, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময়, বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, বিশিষ্ট সমাজসেবী শাহিন আকতার রেণী, সাবেক এমপি আকতার জাহান, মহানগর আওয়ামিলীলীগের সাবেক সহ-সভাপতি শফিকুর রহমান বাদশা, রাজশাহী-২ আসনের এমপি আয়েন উদ্দীন, রাজশাহী-৪ আসনের এমপি ইঞ্জিনিয়ার এনামুল হক, মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারসহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে রাত ১২ টা ১ মিনিটে ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও শহীদ কামারুজ্জামানের দৌহিত্রী ডাঃ আনিয়া ফারিহা জামান অর্ণা ফুলের শ্রদ্ধা নিবেদন ও দোয়া করেন।

 

Top