গোবিন্দগঞ্জে নদী ভাঙ্গন রোধ ও নদী তীর রক্ষায় স্থায়ী সমাধানের দাবীতে মানববন্ধন।

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের বন্যা কবলিত চর বালুয়া গ্রামের নদী পারের মানুষ নদী ভাঙ্গনরোধ ও নদীর তীরে বাড়ী ঘর রক্ষায় স্থায়ী সমাধানে দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার(২রা নভেম্বর)সকাল সাড়ে ১১ টায় এলাকাবাসীর আয়োজনে চর বালুয়া বাঙালি নদীর তীরে এ মানববন্ধণ অনুষ্ঠিত হয়।
গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ফরমান আলীর সভাপতিত্বে উক্ত ঘন্টা ব্যাপী মানববন্ধণে এলাকারবাসীর দাবীর সাথে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন মোবাইল ফোনে স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী ও উপজেলা চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মহিমাগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল হোসেন প্রধান, রংপুর সুগার মিল লিঃ ওয়ার্কার্স ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, বালুয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল জলিল, পুনতাইড় দাখিল মাদ্রাসার শিক্ষক মাওলানা আব্দুল বাকী, মহিমাগঞ্জ আওয়ামী যুবলীগের ৩ নং ওয়ার্ড সভাপতি রায়হানুল হক সহ আরো অনেকে।
এসময় বক্তারা বলেন, ২০১৬ সাল থেকে গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ড বাঁধ নির্মাণের নামে সরকারের কোটি কোটি টাকা নষ্ট করছে। তারা পানি উন্নয়ণ বোর্ডের প্রকৌশলীদের দায়ী করে আরো বলেন, টিকসই পরিকল্পনা না নিয়ে অযথা বন্যা আসলে বাঁধ রক্ষায় হাজার হাজার বালুর জিও ব্যাগ ব্যবহার করেন। যা বন্যা আসলে নদী ভাঙ্গণের কবলে নিমিষেই নদীগর্ভে বিলীন হয়ে যায়, এতে নদীগর্ভে শত শত বাড়ী ঘর হারিয়ে ওইসব পরিবার এখন মানবেতর জীবনযাপন করছে। তাই স্থানীয় এলাকাবাসী বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশুহস্তক্ষেপ কামনা করে চর বালুয়া গ্রাম রক্ষায় নদী ভাঙ্গণেরোধে স্থায়ী সমাধানের দাবী জানান।