“আমি আর নিউজ করবো না, আমাকে ছেড়ে দিন” – অর্ধচেতন অবস্থায় সাংবাদিক! Shareচট্টগ্রাম থেকে নিখোঁজ হওয়া সাংবাদিক চারদিনের মাথায় উদ্ধার হলেন সীতাকুন্ড থেকে। উদ্ধার হওয়া সাংবাদিকের নাম গোলাম সরোয়ার। গত বৃহস্পতিবার সকাল নয়টার দিকে নগরীর ব্যাটারি গলি বাসা থেকে বের হওয়ার পর তার স্বজনরা আর তার সন্ধান না পেলে সেদিন রাতে কোতয়ালী থানায় একটি সাধারণ ডায়েরি করেন তার সহকর্মী জোবায়ের সিদ্দিকী। রোববার সন্ধ্যায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে কুমিরা বাজার এলাকা থেকে একটা গেঞ্জি ও হাফ প্যান্ট পরিহিত অবস্থায় তাকে উদ্ধার করে পুলিশ। অর্ধচেতন অবস্থাতেই বিড়বিড় করে সাংবাদিক গোলাম সরোয়ার বলতে থাকেন “আমি আর নিউজ করবো না, প্লিজ… আমি নিউজ আর করব না ভাই…। আমাকে ছেড়ে দিন ভাই, প্লিজ, আমি আর নিউজ করবো না।” পুলিশ জানায়, কুমিরা বাজারের পাশে একটি ব্রীজের নিচে তাকে পাওয়া গেছে। স্থানীয় এক দোকানদার সরোয়ারকে খালি গায়ে পড়ে থাকতে দেখে আশপাশের সবাইকে ডেকে আনেন। পরে স্থানীয়রা সেখানে গেলে অর্ধচেতন অবস্থাতেই বিড়বিড় করে বলতে থাকেন ‘আমি আর নিউজ করবো না, প্লিজ… আমি নিউজ আর করব না ভাই…’। উদ্ধার হওয়ার পরে পুলিশের সাথে প্রাথমিকভাবে কথা বলেছেন গোলাম সরওয়ার। সরওয়ারের বরাতে পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে মোটরসাইকেলে চট্রগ্রাম থেকে চন্দনায় যাচ্ছিলেন তিনি। পথের কোন এক স্থানে তাকে একটি অ্যাম্বুলেন্সে তুলে নেয়া হয়। এরপরে তাকে গত তিনদিনে বিভিন্ন জায়গায় রাখা হয়। পুলিশ আরও জানায়, তাকে বেধড়ক প্রহার করেছে অপহরণকারীরা। এসময় তাকে চামড়ার বেল্ট দিয়েও পিটিয়েছে ওই দুর্বৃত্তরা। ধারণা করা হচ্ছে, নিজের অনলাইন নিউজ পোর্টালে গোলাম সরোয়ার ক্যাসিনো ব্যবসা এবং ভূমি দখল সংক্রান্ত কয়েকটি নিউজ করার কারণেই হয়তো তাকে অপহরণ করেছে প্রভাবশালী মহল। সাংবাদিক নেতা সামসুল ইসলাম জানান, অপহরণের সাথে জড়িতদের দ্রুত আওতায় এনে শাস্তি নিশ্চিত করার দাবি জানান। সাংবাদিক সরোয়ারের স্বজনরা তাকে উদ্ধারের পর পুলিশকে কৃতজ্ঞতা প্রকাশ করেন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে গোলাম সরওয়ার চিকিৎসাধীন অবস্থায় আছেন। তাকে উদ্ধারের দাবিতে গত তিন দিন ধরে নানা কর্মসূচি পালন করেছে চট্টগ্রামের সাংবাদিকরা।