কুমারখালীর গড়াই নদীতে ভেসে বেড়াচ্ছে বেওয়ারিশ লাশ।

Share
কুষ্টিয়ার কুমারখালীর গড়াই নদীতে ৪০ -৪৫ বছরের এক পুরুষ ব্যক্তির বেওয়ারিশ লাশ ভেসে বেড়াচ্ছে।গতকাল রোববার দুপরের সময় কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ড বহোলা গোবিন্দপুর গ্রামের ১ নং সেট সংলগ্ন গড়াই নদীতে লাশটি ভাসতে দেখে স্থানীয়রা।এসময় ভাসমান লাশের ছবি তুলে রাখলেও প্রশাসনকে জানায়নি কেউ।পরে সেই ছবি রাত সাড়ে ৮ টার দিকে ফেসবুকে আপলোড করে স্থানীয় একজন।
এতথ্য নিশ্চিত করে চাপড়া ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ড সদস্য সোহেল মুঠোফোনে বলেন, দুপুরের দিকে গড়াই নদীর ১নং সেটের সংলগ্ন অংশে অজ্ঞাত এক পুরুষের লাশ ভাসতে দেখে জনগণ।অনেকে ছবিও তুলে রাখে।তবে প্রশাসনকে জানানো হয়নি।
কুমারখালী থানার অফিসার ইনচার্জ মোঃ মজিবুর রহমান বলেন, ঘটনাটি দুপুরের।রাতে খবর পেয়ে অনেক খোঁজাখুজি করেও লাশ পাওয়া যায়নি।