You are here
Home > বাংলাদেশ > গাইবান্ধায় মাদক ব্যাবসায়ী দম্পতি আটক।

গাইবান্ধায় মাদক ব্যাবসায়ী দম্পতি আটক।

Share

গাইবান্ধার মিলন-লিপি দম্পতির রান্না ঘরের মাটির নিচ থেকে ২৫বোতল ফেনসিডিল উদ্ধার করেছে গাইবান্ধা ডিবি পুলিশ।এসময় নিষিদ্ধ মাদক দ্রব্য ঘরে রাখা ও মাদক ব্যাবসার দায়ে মাদক ব্যাবসায়ী দম্পতি মিলন মোল্লা (৩৭) ও তার স্ত্রী লিপি বেগমকে (৩৩) আটক করে ডিবি পুলিশ।আটককৃত দম্পতি গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার গ্রানাডা এলাকার বাসিন্দা।

জানা যায়, শনিবার(৩১অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের এস আই জহুরুল হকের নেতৃত্বে তার সঙ্গীয় ফোর্স ঐ দম্পতির বাড়ীতে অভিযান পরিচালনা করেন। এসময় তাদের রান্না ঘরের মেঝেতে মাটির নিচে পূতে রাখা প্লাস্টিকের বোয়াম ভর্তি ২৫ বোতল ফেনসিডিল উদ্ধার করে।

জানা যায়, মিলন মোল্লা ও তার স্ত্রী লিপি বেগম দীর্ঘদিন ধরে ফেনসিডিলের ব্যবসা করে আসছিলেন এবং তারা মাদকের শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তুলেছে৷পুলিশ জানায় তাদের বাড়ীতে মোটরসাইকেল নিয়ে দূর দূরান্ত হতে ক্রেতা আসতো এবং তারা মাদক ক্রয় করে নিয়ে যেতো।বিভিন্ন সময় ক্রেতাদের আনাগোনায় প্রতিবেশী প্রশ্নের মুখে ঐ দম্পতি ক্রেতাদেরকে আত্নীয় পরিচয় দিতো।এভাবেই দীর্ঘদিন ধরে মাদক ব্যাবস্যা চালিয়ে আসছিলো। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে ও ডিবি পুলিশের নজরদারিতে ঐ দম্পতিকে আটক করলো পুলিশ।

এ তথ্য নিশ্চিত করে গাইবান্ধা ডিবি পুলিশের ওসি মোস্তাফিজুর রহমান জানায়,আটককৃত ঐ দম্পতির বিরুদ্ধে পলাশবাড়ী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং তাদেরকে রবিবার আদালতে মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Top