You are here
Home > বাংলাদেশ > বরিশালে নদী ভাঙ্গনরোধে বিক্ষোভ।

বরিশালে নদী ভাঙ্গনরোধে বিক্ষোভ।

Share

নদী বাঁচাও, মানুষ বাঁচাও এ শ্লোগানে জেলার উজিরপুর, বানারীপাড়া, বাবুগঞ্জ,মুলাদী ও মেহেন্দিগঞ্জের নদীপাড়ের বাসিন্দাদের রক্ষায় নগরীতে বিক্ষোভ মিছিল ও জেলা প্রশাসকের কাছে স্বারকলিপি প্রদান করেছে ওয়াকার্রস পার্টির বরিশাল জেলা কমিটি।

রবিবার বেলা ১১ টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে নগরীর সদররোডে লাল পতাকা নিয়ে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা ওয়াকার্র্স পার্টি সভাপতি অধ্যাপক নজরুল হক নিলুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও ওয়াকার্স পার্টি জেলা কমিটি সাধারণ সম্পাদক শেখ মোঃ টিপু সুলতান, জেলা কমিটির সদস্য মোজাম্মেল হক ফিরোজ, বাবুগঞ্জ ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান সবুজ প্রমুখ। পরে নদী ভাঙ্গনরোধে স্থায়ী সমাধান ও ক্ষতিগ্রস্থ ভাঙ্গনকবলিত পরিবারগুলোকে পূর্ণবাসনের দাবীতে জেলা প্রশাসকের কাছে স্বারকলিপি প্রদান করা হয়।

Top