You are here
Home > বাংলাদেশ > সড়ক দুর্ঘটনায় গোবিন্দগঞ্জের কলেজ শিক্ষক নিহত।

সড়ক দুর্ঘটনায় গোবিন্দগঞ্জের কলেজ শিক্ষক নিহত।

Share

সড়ক দুর্ঘটনায় নূরনবী নামে গোবিন্দগঞ্জের এক কলেজ শিক্ষক নিহতের খবর পাওয়া গেছে।ঘটনাটি ঘটেছে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার গোবিন্দগঞ্জ-দিনাজপুর সড়কের কাইয়াগঞ্জ কামাড়পাড়া এলাকায়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় শুক্রবার(৩০অক্টোবর) সন্ধ্যায় নূরনবী মোটরসাইকেল চালিয়ে গোবিন্দগঞ্জ হতে বাড়ী ফিরছিলেন।ফেরার পথে কামাড়পাড়া এলাকায় পৌঁছিলে এক ব্যাটারীচালিত অটোর সাথে তার মোটরসাইকেলটির সংঘর্ষ হলে সে মোটর
-সাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা পাশে উল্টে পড়ে এবং মাথায় আঘাত প্রাপ্ত হয়।তৎক্ষণাৎ আহতাবস্থায় তাকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে বগুড়া রিফার্ড করা হয়।জানা গেছে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

নিহত নূরনবী গাইবান্ধার গোবিন্দগঞ্জের পিয়ারাপুর আই জি এম স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। তিনি গোবিন্দগঞ্জ উপজেলার শাপমারা ইউনিয়ন এর সারাই গ্রামের বাসিন্দা।মৃত্যুর এ তথ্য মরহুমের ভাতীজা ইয়াছিন নিশ্চিত করেছেন।

Top