লক্ষ্মীপুরে ৪০পিস বিয়ারক্যানসহ মাদক ব্যবসায়ী মতিন গ্রেপ্তার।

Share
লক্ষ্মীপুর ৪০পিস বিয়ারক্যানসহ মাদক ব্যবসায়ী মতিনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা।
শুক্রবার(৩০শে অক্টোবর) বিকাল ৫টায় লক্ষ্মীপুর পৌর শহরের ২নং ওয়ার্ড বাঞ্চানগর এলাকায় অভিযান চালিয়ে ৪০পিস বিযারক্যানসহ মাদক ব্যবসায়ী মতিনকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।
প্রশাসন সূত্রে জানা যায় আসামী আব্দুল মতিন(২৮) বাঞ্চানগর টুকা মিয়া সওদাগরের বাড়ীর আব্দুল কুদ্দুসের ছেলে।
জেলা গোয়েন্দা শাখার এসআই/মোঃ মোশাররফ হোসেন ও এসআই মোঃ সুলতান মাহবুবের সঙ্গীয় ফোর্স তাকে গ্রেপ্তার করে।
উক্ত আসামী লক্ষ্মীপুরে চিহ্নিত মাদক ব্যবসায়ী এবং তার নামে আদালতে ৪টি মাদক মামলা বিচারাধীন আছে বলে জানান জেলা গোয়েন্দা শাখা।