লক্ষ্মীপুরে কমিউনিটি পুলিশিং ডে-২০২০ অনুষ্ঠিত।

“পুলিশই জনতা,জনতাই পুলিশ”
“মুজিববর্ষের মূলমন্ত্র-কমিউনিটি পুলিশং সর্বত্র”-এ প্রতিপাদ্য নিয়ে লক্ষ্মীপুরে কমিউনিটি পুলিশিং ডে-২০২০ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(৩১শে অক্টোবর) সকালে লক্ষ্মীপুর পাবলিক লাইব্রেরী ও টাউন হল মিলনায়তনে কেক-কাটা,আলোচনাসভা ও পুরষ্কার বিতরনের মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।
উক্ত অনুষ্ঠান ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোঃ রিয়াজুল কবিরের সভাপতিত্ব ও জেলা পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন ভূঁইয়ার সঞ্চলনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল।।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, লক্ষ্মীপুর পৌরসভার মেয়র আবু তাহের, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ মাহবুবুল করিম, পরিবার পরিকল্পনার উপ-পরিচালক ডাঃ আশফাকুর রহমান মামুন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আজিজুর রহমান, জেলা পুলিশিং কমিটির সভাপতি সৈয়দ জিয়াউল হুদা আফলু প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন সামাজিক সকল অপশক্তি ও জঙ্গিবাদ এবং রাষ্ট্রোদ্রোহীদের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে বাংলাদেশ পুলিশ বাহিনী এবং তাদের সাথে দৃঢ়ভাবে কাজ করে যাচ্ছে আমাদের কমিউনিটি পুলিশের সদস্যরা।
আগামীতে একটি সুন্দর এবং মাদকমুক্ত দেশ গড়তে এক সাথে কাজ করে পাবে কমিউনিটি পুলিশের সকল সদস্যরা।
এ সময় শ্রেষ্ঠ পুলিশিং অফিসার(CPO) হিসেবে এসআই জনাব মহসিন চৌধুরী এবং শ্রেষ্ঠ পুলিশিং সদস্য(CPM)হিসেবে সৈয়দ এহতেশাম হায়দার বাপ্পিকে নির্বাচিত হওয়ার সম্মাননা স্মারক প্রদা করা হয়।