You are here
Home > বাংলাদেশ > পিটিয়ে হত্যা করে লাশ আগুনে পোড়ানোর ঘটনায় তদন্ত কমিটি গঠন।

পিটিয়ে হত্যা করে লাশ আগুনে পোড়ানোর ঘটনায় তদন্ত কমিটি গঠন।

Share

লালমনিরহাটের বুড়িমারীতে পবিত্র কুরআন শরীফ অবমাননার সংবাদ ছড়িয়ে যুবককে পিটিয়ে হত্যা করে লাশ আগুনে পোড়ানোর ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

শুক্রবার (৩০ অক্টোবর) সকালে লালমনিরহাটের জেলা প্রশাসক আবু জাফর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করেন।

পাটগ্রাম উপজেলার বুড়িমারী বাজার কেন্দ্রীয় জামে মসজিদে গত বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে এ ঘটনা ঘটে। নিহত শহিদুন্নবী জুয়েল রংপুর শহরের শালবন মিস্ত্রিপাড়া এলাকার আব্দুল ওয়াজেদ মিয়ার ছেলে। জানা যায় তিনি রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সাবেক লাইব্রেরিয়ান।

ঘটনাস্থল পরিদর্শন শেষে এসপি আবিদা সুলতানা বলেন, সেদিনের ঘটনা সম্পর্কে স্থানীয় লোকজনের কাছ থেকে তথ্য সংগ্রহ করা হচ্ছে। ইতিমধ্যে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে পিটিয়ে হত্যার পর মরদেহ আগুন দিয়ে পোড়ানোর ভিডিও ভাইরাল হয়েছে। ঘটনাস্থলের ভিডিও ফুটেজগুলো দেখে জড়িতদের চিহ্নিত করার চেষ্টা করা হচ্ছে। যেকোন অপ্রিতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

Top