You are here
Home > বাংলাদেশ > লক্ষ্মীপুরে সিএনজি ও মোটরসাইকেল সংঘর্ষে ২জন নিহত এবং আহত ১।

লক্ষ্মীপুরে সিএনজি ও মোটরসাইকেল সংঘর্ষে ২জন নিহত এবং আহত ১।

Share

লক্ষ্মীপুরে সিএনজি চালিত অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে ২ ব্যক্তির মৃত্যু হয়েছে। মৃত দুই ব্যক্তি মোটরসাইকেল আরোহী ছিলেন।

শুক্রবার (৩০ অক্টোবর )বিকেলে সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের বিরাহিমপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সজল মজুমদার (২৫) ও লক্ষণ চন্দ্র মজুমদার। তারা দুজন পার্শ্ববর্তী পার্বতীনগর ইউনিয়নের নাপিত বাড়ির নারায়ণ চন্দ্র ও চিত্র চন্দ্র মজুমদারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায় লক্ষ্মীপুর থেকে বশিকপুর ইউনিয়নের পোদ্দার বাজারের দিকে যাচ্ছিল মোটরসাইকেল আরোহী দুই ব্যক্তি,অপরদিক থেকে আসা সিএনজি অটোরিকশা সাথে সংঘর্ষ হলে মোটরসাইকেল ও সিএনজি পানিতে পড়ে যায়।এতে ঘটনাস্থলে সুজল ও লক্ষণ দুইজেনেই মারা যায়। আহত হন সিএনজি চালক। এরপর স্থানীয় উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে যায়।

সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন চন্দ্রগঞ্জ থানার ওসি জসিম উদ্দিন।

Top