পুলিশের ১৩৫ জন উপপরিদর্শককে বদলি।

Share
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) পুলিশ সদর দপ্তরের এক প্রজ্ঞাপনে বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মরত ১৩৫ জন উপপরিদর্শককে (এসআই) বদলি করা হয়েছে।
আদেশে বলা হয়েছে, জনস্বার্থে তাদের বদলি করা হয়েছে। আদেশটি অবিলম্বে কার্যকরের নির্দেশ দেয়া হয়েছে।
তবে যারা বর্তমানে জাতিসংঘের মিশনে দেশের বাইরে অবস্থান করছেন তারা দেশে ফিরে নতুন কর্মস্থলে যোগদান করবেন।