You are here
Home > বাংলাদেশ > বরিশালে ক্রিকেট প্রতিযোগীতার শুভ উদ্বোধন।

বরিশালে ক্রিকেট প্রতিযোগীতার শুভ উদ্বোধন।

Share

বরিশাল আন্তঃ জেলা ক্রিকেট প্রতিযোগীতা-২০২০ এর উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টায় বরিশাল পুলিশ লাইন্সে প্রধান অতিথি হিসেবে প্রতিযোগীতার উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম বিপিএম (বার)।

উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, মানুষের শারিরিক ও মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলা যেমন শক্তি ও সাহস যোগায় তেমনি মানুষের প্রেরনার উৎস।

নিয়মিত খেলাধুলা মানুষকে সুস্বাস্থ্যের অধিকারী করে তোলে। তিনি আরও বলেন, প্রতিবছরের ন্যায় এবছরও আমরা একটি টিম তৈরী করবো। যে ভাল খেলবে তাকেই সিলেক্ট করা হবে। কারো আচরনে কোন খেলোয়ার যাতে কষ্ট না পায় এবং নিজেদের মধ্যে সম্প্রীতি বজায় রেখে খেলাধূলা চালিয়ে যেতে হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) নাইমুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শাহজাহান হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ সরদার, উজিরপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার আবু জাফর মোঃ রহমাতুল্লাহ প্রমুখ।

Top