You are here
Home > বাংলাদেশ > ফরিদপুর পৌর নির্বাচনে মনোনয়ন চান উপজেলা ছাত্রলীগ সভাপতি মুরাদ।

ফরিদপুর পৌর নির্বাচনে মনোনয়ন চান উপজেলা ছাত্রলীগ সভাপতি মুরাদ।

Share

পাবনা জেলার ফরিদপুর উপজেলার আসন্ন পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন চাইবেন উপজেলা ছাত্রলীগের সভাপতি আমিনুল ইসলাম মুরাদ।

স্থানীয় আওয়ামীলীগ ও অংগসংগঠনের নেতাকর্মীদের মতে আমিনুল ইসলাম মুরাদকে পৌর নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন দিলে সবাই তার পক্ষেই নৌকার হয়ে কাজ করবেন। মাত্র সপ্তম শ্রেণীতেই উপজেলা ছাত্রলীগের আইন বিষয়ক সম্পাদক হয়েছিলেন আমিনুল ইসলাম মুরাদ। পারিবারিক জীবনে পরিবারের অন্যান্য সদস্যরাও জড়িত আওয়ামীলীগের রাজনীতিতেই।তাই আসন্ন পৌর নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন পাওয়ার বিষয়ে পুরোপুরি আশাবাদী তিনি।

এ বিষয়ে বাংলাদেশ সারাবেলাকে তিনি বলেন “আমার পিতা ফরিদপুর উপজেলা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন।তিনি বর্তমানে ফরিদপুর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। আমি যখন ৭ম শ্রেণির ছাত্র, ২০০৪ সালে তখন প্রথম ফরিদপুর উপজেলা ছাত্রলীগের আইন বিষয়ক সম্পাদক নির্বাচিত হই। ২০০৮ সালে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট ভর্তির পরে সেখানে ছাত্রলীগের নেতা ছিলাম। ২০১৩ সালে ফরিদপুর উপজেলা ছাত্রলীগের আহবায়কের দায়িত্ব পালন করি। সকল ইউনিয়নের সম্মেলন সম্পূর্ণ করার পর ২০১৪ সালে সম্মেলনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হই। এছাড়া বনওয়ারীনগর ব্লাড ডোনেট ক্লাবের প্রতিষ্ঠাতা আমি। এছাড়াও এলাকায় মাদক ইভটিজিং এর বিরুদ্ধে সব সময় সরব থাকি।প্রতিটি নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিক নৌকার পক্ষে কাজ করেছি।তাই আমি আশা করছি আগামী পৌর নির্বাচনে আমার ও আমার পরিবারের দলের জন্য করা ত্যাগ ও সবকিছু বিবেচনায় মাননীয় প্রধানমন্ত্রী ও দলীয় সভানেত্রী শেখ হাসিনা আমাকে নৌকা প্রতিক নিয়ে নির্বাচন করার সুযোগ দিবেন।”

নির্বাচিত হলে সাধারণ জনগণের পাশে থাকবেন জানিয়ে তিনি বলেন “বাসযোগ্য নগরী গড়ে তোলার জন্য ও সকল নাগরিক সুবিধা নিশ্চিত করার জন্য আমি মনে করি জনগণ,যারা প্রকৃত নাগরিক সুবিধা থেকে বঞ্চিত তাদের নাগরিক সুবিধা নিশ্চিত করতে সবার আগে। আর আমি সেই চেষ্টাই করবো।”

Top