You are here
Home > বাংলাদেশ > ফ্রান্সে মহানবী হযরত মুহাম্মদ (স) কে কটাক্ষ করে ব্যঙ্গচিত্র করার প্রতিবাদে রাজশাহীতে মানবন্ধন ও বিক্ষোভ।

ফ্রান্সে মহানবী হযরত মুহাম্মদ (স) কে কটাক্ষ করে ব্যঙ্গচিত্র করার প্রতিবাদে রাজশাহীতে মানবন্ধন ও বিক্ষোভ।

Share

ফ্রান্সে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে কটাক্ষ করে ব্যঙ্গচিত্র প্রদর্শনীর প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টার দিকে নগরীর জিরো পয়েন্টে এ কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ ইসলামাী আন্দোলনের রাজশাহী জেলা শাখা।

এসময় বক্তরা বলেন, ‘ফান্সে সরকারের প্রত্যক্ষ মদতে ইসলামকে অবমাননা করে রাসুল (সা.)-কে নিয়ে ব্যঙ্গচিত্র প্রদর্শন করা হয়েছে। এর প্রতিবাদে আজ আমরা এখানে সমবেত হয়েছি। শুধু ফ্রান্সে নয়, বিশ্বের অনেকগুলো দেশে এ ধরনের কর্মকাণ্ড বেড়ে গেছে। আমরা সেই সব ঘটনার নিন্দা জানাই।

তারা আরো বলেন, আমাদের রাসুলকে কতটা ভালোবাসি, আমরা রক্ত দিয়ে প্রমাণ করবো। আমাদের নবীকে নিয়ে কুটক্তি করা হলে আমরা ঘরে বসে থাকবো না। এছাড়া বিক্ষোভ থেকে ফ্রান্সের পণ্য বর্জনের আহ্বানও জানানো হয়েছে।

এসময় মানববন্ধনে এবং বিক্ষোভ কর্মসূচিতে বাংলাদেশ ইসলামী আন্দোলনের রাজশাহী জেলা শাখার বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন

 

 

Top