You are here
Home > বাংলাদেশ > চিরনিদ্রায় শায়িত হলের লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগ সভাপতির মাতা।

চিরনিদ্রায় শায়িত হলের লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগ সভাপতির মাতা।

Share

লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগ সভাপতি শাহাদাত হোসেন শরিফের মা সাহেদা বেগম(৫৫) এর জানাযা দাফন সম্পূর্ণ হয়েছে।

বৃহস্পতিবার(২২শে অক্টোবর) যোহর নামাজের পর
লক্ষ্মীপুর পৌর শহরের দক্ষিণ মজুপুর হাজি আমজাদ আলী পাটোয়ারী ওয়াকফ এস্টেট একাডেমী (উচ্চ বিদ্যালয়) মাঠে জানাযা শেষে পারিবারিক কবরস্থান দাফন করা হয়।

বুধবার(২১শে অক্টোবর) সন্ধ্যায় জেলা শহরের ঝুমুর সিনেমা এলাকার ময়দার মেল নামক স্থানে নাতনি ঐশীকে নিয়ে রাস্তাপারপারের সময় উল্টো দিক থেকে আসা দ্রুতগামী পিকআপ ভ্যানের ধাক্কায় গুরুতর আহত হন।মুমূর্ষু অবস্থা তাকে উদ্ধার করে লক্ষ্মীপুর ওয়েল কেয়ার হাসপালে নিলে প্রাথমিক চিকিৎসার শেষে অবস্থার অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। ঢাকা মেডিকেলে স্থানান্তরের পর বৃহস্পতিবার ভোররাতে পৃথিবীর মায়া ত্যাগ করে সহিদা বেগম।

জানা যায় নাতনি ঐশীকে নিয়ে তাদের পুরাতন বাড়ী দেখতে যান সহিদক বেগম।এরপর সন্ধ্যায় নাতনি ঐশীকে নিয়ে বাড়িতে ফেরার সময় এ দূর্ঘটনা ঘটে।এতে প্রচুর রক্তক্ষরণ হয়,সাথে সাথে জেলা শহরের ওয়েল কেয়ার হাসাপাতালে প্রেরণ করা হলে,অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক ঢাকা মেডিকেলে প্রেরণ করেন

এদিকে মায়ের এমন মৃত্যুতে ভেঙ্গে পড়েছেন সন্তানরা।প্রকৃতি যেন একগুচ্ছ কালো মেঘে ঢেকে গিয়ে সন্তানদের আধাঁরে ফেলে গেছেন।

এদিকে জেলা ছাত্রলীগের সভাপতির মায়ের মৃত্যুতে, শোকাবহ পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের কেন্দ্রীয় ও জেলার অনেক নেতৃবৃন্দ।

মায়ের জন্য সবার কাছে দোয়া কামনা করেছেন সভাপতি শাহাদাত হোসেন শরীফ।

Top