You are here
Home > বাংলাদেশ > গৌরনদীতে কৃষকদের সমস্যা পর্যালোচনা বিষয়ক কর্মশালা।

গৌরনদীতে কৃষকদের সমস্যা পর্যালোচনা বিষয়ক কর্মশালা।

Share

কৃষি বিষয়ক বিভিন্ন সমস্যা পর্যালোচনা এবং কর্মকৌশল নির্ধারণ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা বুধবার সকালে অনুষ্ঠিত হয়েছে। জেলার গৌরনদী উপজেলার নলচিড়া পানি উন্নয়ন সমবায় সমিতির আয়োজনে উপজেলা বিআরডিবি’র হলরুমে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান।

বিশেষ অতিথি ছিলেন কৃষি কর্মকর্তা মামুনুর রহমান, বিআরডিবি কর্মকর্তা তুহিন হোসেন। নলচিড়া পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সভাপতি সুশীল কুমার করাতীর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফিরোজ মিয়া মুকুল, সমিতির সাধারণ সম্পাদক শারমীন কবির বিথী প্রমুখ। কর্মশালায় নলচিড়া ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের কৃষকরা অংশগ্রহন করেন।

Top