সরাইলে ভাষা আন্দোলনের মহানায়ক অলি আহাদের ৮ম মৃত্যুবার্ষিকী পালিত।

সরাইলে ভাষা আন্দোলনের মহানায়ক অলি আহাদের ৮ম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। ভাষা সৈনিক অলি আহাদ স্মৃতি সংসদের উদ্যোগে উপজেলার শাহবাজপুর প্রথম গেইট এলাকায় অনুষ্টিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে টেলিকনফারেন্সে যুক্ত হয়েছিলেন ব্যারিস্টার রুমিন ফারহানা এম,পি। ইউনিয়ন বিএনপির আহবায়ক রিয়াজ আহমেদ রিপনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন আশুগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক সাংবাদিক সেলিম পারভেজ,বিএনপির উপজেলা সাংগঠনিক সম্পাদক ছাদেকুর রহমান রঞ্জন, ঠিকাদার সফিকুল ইসলাম সেলু,ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মুন্সি আমান মিয়া,কালীকচ্ছ ইউনিয়ন বিএনপির আহবায়ক ফারুক হোসেন, সদস্যসচিব মামুন মিয়া প্রমুখ। এছাড়াও উপজেলা যুবদল ও ছাত্রদল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা ভাষা সৈনিক অলি আহাদের জীবন ও কর্মের উপর আলোকপাত করেন। মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন হাফেজ সোহাগ আহমেদ।