কালকিনিতে ঔষধ কোম্পানির প্রতিনিধিদের ৫দফা দাবী আদায়ে মানববন্ধন।

Share
সুনির্দিষ্ট নীতিমালা সহ ৫দফা দাবী আদায়ে কর্মবিরতি ও মানববন্ধন কর্মসূচী পালন করেছে বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস্ রিপ্রেজেন্টেটিভস এসোসিয়েশন(ফারিয়া) কালকিনি উপজেলা শাখা।
কেন্দ্রীয় ফারিয়ার কর্মসূচীর অংশ হিসেবে আজ(সোমবার) সকালে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে উক্ত কর্মসূচী পালন করা হয়। ফারিয়ার কালকিনি উপজেলা শাখার আহবায়ক কালকিনি উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে এবং সদস্য সচিব রেজাউল ইসলামের সার্বিক পরিচালনায় এসময় বক্তব্য রাখেন বিনোধ রায়, বদিউল অালম,মোঃ ডালিম,মোঃ সাইফুল ইসলাম,হাফিজুল ইসলাম, মামুন ফকির, মোঃ রুবেল,মোঃ আঃ কাইয়ুম সহ ফারিয়ার স্থানীয় নেতৃবৃন্দ।