নুরুলের শাস্তির দাবিতে মানববন্ধন মুক্তিযুদ্ধ মঞ্চের একাংশের।

Share
ডাকসুর সাবেক ভিপি নুরুল হকের সংগঠন ছাত্র অধিকার পরিষদকে নিষিদ্ধ এবং নুরুল হকের শাস্তি দাবি জানিয়ে মানববন্ধন করে মুক্তিযুদ্ধ মঞ্চের একাংশ। সামাজিক যোগাযোগ মাধ্যমে সাংবাদিককে হেনস্তা, গণমাধ্যমকে বয়কট, গনমাধ্যমের বিরুদ্ধে ষড়যন্ত্র ও নারী সমাজকে হেয় প্রতিপন্ন করে কটূক্তি করার অভিযোগ তুলে নুরুল হকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
আমিনুল ইসলাম ও আল মামুনের নেতৃত্বাধীন মুক্তিযুদ্ধ মঞ্চ রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এ মানববন্ধন আয়োজন করে। মানববন্ধনে অংশ নেওয়া মুক্তিযুদ্ধ মঞ্চের একাংশের নেতা-কর্মীরা ছাত্র অধিকার পরিষদকে ‘জঙ্গী সংগঠন’ বলে আখ্যা দেন এবং সংগঠনটি নিষিদ্ধের দাবি তোলেন।