কলারোয়ায় চার খুনের ঘটনায় দোষীদের আটক ও বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন।

সাতক্ষীরার কলারোয়ায় এক পরিবারের ৪ জনকে নৃশংসভাবে খুনের ঘটনায় দোষিদের আটক ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে এলাকার সাধারণ বাসিন্দারা।
শনিবার বেলা ১১ টায় কলারোয়া উপজেলা যশোর-সাতক্ষীরা মহাসড়কে হেলাতলা ইউনিয়ন পরিষদের সামনে ওই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
অনুষ্ঠিত মানববন্ধনে ওই এলাকার কয়েকশো সাধারণ নারী-পুরুষসহ বিভিন্ন বয়সের মানুষ হাতে লেখা পোস্টার- প্লাকড নিয়ে বর্বর নৃশংস এই খুনের ঘটনার সঠিক তদন্ত করে প্রকৃত দোষিদের আটক ও বিচারের দাবি জানান। এ সময় উপস্থিত ছিলেন, স্থানীয় ইউপি সদস্য আব্দুল ছাত্তারসহ নিহত পরিবারের স্বজনরা ও এলাকাবাসী ।
উলেখ্য, গত বৃহস্পতিবার ভোর রাতে কলারোয়ার হেলাতলা ইউনিয়নের খলসি গ্রামের শাহাজান আলীর ছেলে মৎস্য হ্যাচারির মালিক শাহিনুর রহমান, তার স্ত্রী সাবিনা খাতুন, ছেলে সিয়াম হোসেন মাহী ও মেয়ে তাসনিম সুলতানাকে জবাই করে হত্যা করে দুর্বৃত্তরা।
ওই দিন রাতে নিহতের শ্বাশুড়ি বাদি হয়ে কলারোয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। যদিও ওই মামলায় কোন আসামির নাম উল্লেখ করা নেই বলে জানায় পুলিশ। মামলাটি অধিকতর তদন্তের জন্য সিআইডির কাছে হস্তান্তর করে পুলিশ। শুক্রবার নিহত শাহিনুরের ভাই রাহানুরকে গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করে ১০ দিনের রিমান্ড আবেদন করেছে বলে সিআইডি পুলিশ সূত্রে জানা যায় ।