কালকিনিতে পুলিশের উদ্যোগে নারী নির্যাতন-ধর্ষন বিরোধী সমাবেশ।

Share
মাদারীপুর জেলা পুলিশের উদ্যোগে ও কালকিনি থানা পুলিশের সার্বিক সহযোগীতায় জনসচেতনতা তৈরীর লক্ষে বিট এলাকা ভিত্তিক নারী নির্যাতন ও ধর্ষন বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার দুপুরে উপজেলার সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বিভিন্ন শ্রেনী পেশার লোকজনের অংশগ্রহনে এ কর্মসুচি পালন করা হয়। এতে কালকিনি থানার ওসি মোঃ নাছির উদ্দিন মৃধার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল হান্নান।
বিশেষ অতিথি ছিলেন পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ খলিলুর রহমান, থানার এসআই আল ইমরান, এএসআই লব কুমার সাহা, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মোঃ বেল্লাল হোসেন, উপজেলা মহিলা আওয়ামীলীগের সম্পাদিকা চায়না খানম ও পৌর তাঁতীলীগের সভাপতি মোঃ জামাল হোসেন প্রমুখ।