রাজশাহীতে ১০ জুতার বারি মেরে ধর্ষণ মীমাংসা।

রাজশাহীর হরিয়ান ইউনিয়নের জয়পুর গ্রামের এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে একই এলাকার কাশেমের ছেলে শাহিনুরের বিরুদ্ধে।
এ ঘটনায় ধর্ষিতা বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানায় পুলিশ।
ভুক্তভোগির মা বলেন, গেল শুক্রবার রাতে রাজশাহীর হরিয়ান ইউনিয়নের জয়পুর গ্রামের মাদ্রাসা পড়ুয়া নবম শ্রেণীর এক ছাত্রী পানি নিতে ঘরের বাইরে বের হয়। এসময় একই এলাকার কাশেমের ছেলে শাহিনুর লুকিয়ে তার ঘরের মধ্যে ঢুকে পরে। এরপর ওই ছাত্রী ঘরের মধ্যে আসলে জোরপূর্বক তাকে ধর্ষণ করে শাহিনুর। পরে বিষয়টি জানাজানি হলে মঙ্গলবার বিকেলে গ্রাম্য সালিশে অভিযুক্ত শাহিনুরকে
১০ বার জুতার বারি ও ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
বিচার না মানায় ধর্ষিতা ওই ছাত্রী ও তার মাকে মারধর করেন গ্রামের মন্ডলেরা। কোন উপায় না পেয়ে মঙ্গলবার রাতে নগরীর কাটাখালি থানায় একটি মামলা দায়ের করেন ভুক্তভোগির মা।
এ ঘটনার উপযুক্ত বিচার দাবি করেছেন ভুক্তভোগীর পরিবারের সদস্যরা।
কাটাখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জিল্লুর রহমান বলেন, অভিযুক্তকে ধরতে তৎপরতা শুরু করেছেন তারা।
মামলার পর থেকে ভিকটিমের পরিবারকে ভয়-ভীতি প্রদর্শন করছেন শাহিনুর। এদিকে ধর্ষণের শিকার ওই ছাত্রীকে মেডিকেল পরীক্ষার জন্য ওসিসিতে পাঠানো হয়েছে।