লক্ষ্মীপুরে বিদ্যুৎস্পৃষ্টে লন্ড্রী দোকানীর মৃত্যু।

লক্ষ্মীপুরে লন্ড্রী দোকানের ইস্ত্রি মেশিনের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মমিন উল্লাহ্ (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার(১৩অক্টোবর) দুপুরে সদর উপজেলা লাহারকান্দি ইউনিয়নের যুগিরহাট বাজারে এ ঘটনা ঘটে।
নিহত মমিন উল্যা নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার বাসিন্দা। লক্ষ্মীপুর সদরের চাঁদখালী বাজারে তার লন্ড্রী দোকান ছিল। তিনি স্বপরিবারে চাঁদখালী বাজারের পাশেই ভাড়া বাসায় থাকতেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘটনার সময় মমিন উল্যা দোকানে আয়রন মেশিনের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হন। আয়রন মেশিনের সংযোগ তারে লিকেজ থাকার কারণে দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মমিন উল্যা মারা যান।
লাহারকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারেফ হোসেন মুশু পাটওয়ারী জানান, ঘটনাটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজিজুর রহমান মিয়াকে জানানো হয়েছে। পরিবারের কোন অভিযোগ না থাকায় পুলিশ কর্মকর্তার পরামর্শে নিহতের মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়।