মরহুম মকবুল হোসেন স্মৃতি মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত।

১২ই অক্টোবর বিকাল ৪ টায় কুষ্টিয়ার কুমারখালীর এম এন পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে মকবুল হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুমারখালী পৌর মেয়র শামসুজ্জামান অরুণ বিশেষ অতিথি মমতাজ বেগম সভাপতি কুমারখালী মহিলা পরিষদ প্যানেল মেয়র হারুন-অর – রশিদ, জনাব মাসুদ রানা স্বত্বাধিকার রানা টেক্সটাইল, জনাব মজিবুর রহমান বাচ্চু সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক উপজেলা আওয়ামীলীগ, আনিসুর রহমান ১নং ওয়ার্ড, এস এম রফিক ৫নং ওয়ার্ড কমিশনার, এবং সঞ্চলোনা করেন কুমারখালি থানা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম তরুন, মন্জুরুল ইসলাম সাধারণ সম্পাদক ৩নং ওয়ার্ড আওয়ামীলীগ, সিরাজুল ইসলাম ভুট্ট সভাপতি কুমারখালী আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ, মোঃ ফরাদ ইমরান সাংগঠনিক সম্পাদক শহর যুবলীগ, মনোয়ার হোসেন সভাপতি ও সাধারণ সম্পাদক শামিম হাসান খান কুমারখালী অনলাইন প্রেসক্লাব সহ বিভিন্ন নেতা কর্মী।
খেলায় অংশগ্রহণ করেন হাউজিং বয়েজ এরঃ
অভি, জিহাদ, লালন, মুস্তাকিন, রোজ, নিলয়, চয়ন ও ইমন।
মরহুম মকবুল হোসেন স্মৃতি সংঘ এরঃ
মিন্টু, দুরন্ত, মিরাজ, সুমন, রিমন, শাকিল, হিসাব,ও শাহিন।
উক্ত খেলায় বিজয়ী হন কুষ্টিয়া হাউসিং বয়েজ ১-০ গোলে হারিয়েছেন মরহুম মকবুল হোসেন স্মৃতি সংঘকে। পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে হারুন অর- রশীদ তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন করোনা মহামারীর কালে সারা বাংলাদেশের ক্রীড়াঙ্গন থমকে যায় খেলাধুলা না থাকায় আমাদের যুব সমাজ বিভিন্ন অপকর্মে লিপ্ত হচ্ছে, তাই আমাদের উচিত ছোটখাটো প্রতিযোগিতার মাধ্যমে আমাদের যুব সমাজকে ক্রীড়াঙ্গনে ফিরিয়ে নিয়ে আশা দরকার, এতে যেমন শরীর ও মন সুস্থ থাকবে সাথে করে অপরাধ অনেকটাই কমে আসবে বলে আমারা মনে করি।