You are here
Home > বাংলাদেশ > টেকনাফ চেকপোস্টে গনধর্ষনের সংবাদটি নাটকীয় বলে দাবি বিজিবি’র।

টেকনাফ চেকপোস্টে গনধর্ষনের সংবাদটি নাটকীয় বলে দাবি বিজিবি’র।

Share

গনমাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করা কক্সবাজারের টেকনাফে তল্লাশির নামে চেকপোস্টের কক্ষে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ শিরোনামে প্রকাশিত সংবাদটি ভিত্তিহীন বলে দাবী করেছে বিজিবি। এবিষয়ে টেকনাফ ২ বিজিবি সদর দপ্তর তাদের বক্তব্য জানিয়েছেন।

বিজিবি’র অধিনায়ক ফয়সাল হাসান খান গনমাধ্যমকে জানান, কক্সবাজারের টেকনাফে দমদমিয়া টেকনাফ ২ বিজিবির তল্লাশী চৌকিতে গত বৃহস্পতিবার (৮ অক্টোবর) একজন ব্লাস্ট লিগ্যাল এইড নারী কর্মীকে ধর্ষণ করা হয়েছিল বলে অভিযোগ তুলেছেন। বিজিবির নিয়ম অনুযায়ী নারী সৈনিকরাই নারীদের তল্লাশী করে। আমাদের কাছে সেদিনের সিসি টিভি ফুটেজ রয়েছে এবং প্রত্যক্ষদর্শীদের বক্তব্য রয়েছে। এসব তথ্য বিশ্লেষন করে দেখা গেছে কথিত ধর্ষণের শিকার এনজিও কর্মীকে নারী সৈনীকরাই তল্লাশী করেছিলো এবং তল্লাশী শেষে সে অক্ষত অবস্থায় ফিরে গেছে। তাছাড়া নারীদের তল্লাশী কক্ষে পুরুষ সৈনিকদের যাতায়াতেও বিধিনিষেধ রয়েছে। এটি একটি কাল্পনিক অভিযোগের ভিত্তিতে কিছু দায়িশীল গণমাধ্যম ভিত্তিহীন সংবাদ প্রকাশ করেছে।

টেকনাফ ২বিজিবির দাবীর সাথে সিসিটিভি ফুটেজের সাথে মিল রয়েছে কিনা সত্যতা যাচাই করতে, যে কোন গণমাধ্যম কর্মীদের ২বিজিবি সদর দপ্তরে ভিডিওটি দেখার আমন্ত্রন জানানো হচ্ছে। পাশাপাশি বিনা অনুসন্ধানে সঠিক তথ্য উপাত্ত ও দায়িত্বশীলদের বক্তব্য বিহীন সংবাদ প্রকাশ করে জনগনকে বিভ্রান্ত না করার অনুরোধ জানানো হয়।

Top