You are here
Home > বাংলাদেশ > বরিশালে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের সমাপনী।

বরিশালে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের সমাপনী।

Share

আজকের শিশুরা সামনের দিনগুলোতে একটি সমৃদ্ধ ভবিষ্যৎ লাভ করবে এ লক্ষ্য নিয়ে শিশুদের জন্য নানামূখী কর্মপরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছে, উল্লেখ করে বরিশালের জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান বলেছেন, বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে শিশুদের জন্য মাদক, জঙ্গীবাদ ও সন্ত্রাসবাদের থাবা থেকে মুক্ত উন্নত জীবন নিশ্চিত করা। তিনি বলেন, আমাদের সকলেরই লক্ষ হচ্ছে শিশুদের একটি সুন্দর ও উন্নত জীবন নিশ্চিত করা। এ স্বপ্ন বাস্তবায়নে প্রত্যেক শিশুর পিতা-মাতাকে শিশুর প্রতি যত্নবান হতে হবে।

বরিশাল জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমি বরিশাল জেলা শাখার উদ্যোগে আয়োজিত সরকারি স্বাস্থ্যবিধি মেনে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ-২০২০এর সপ্তাহব্যাপী সকল অনুষ্ঠানের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। রবিবার (১১ অক্টোবর) বিকেল ৪টায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বরিশালের জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান।

জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোজাম্মেল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপ-পরিচালক স্থানীয় সরকার শহিদুল ইসলাম, সাবেক জেলা শিশু বিষয়ক কর্মকর্তা পঙ্কজ রায় চৌধুরী, বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি কাজল ঘোষ, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শহীদ আবদুর রব সেরনিয়াবাত সরকারি মাধ্যমিক বিদ্যালয় বরিশাল পাপিয়া জেসমিনসহ সুধীজন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। শুরুতে সংক্ষিপ্ত আলোচনায় বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ ২০২০ এর বিভিন্ন দিক তুলে ধরে অতিথিরা আলোচনা করেন। আলোচনা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক বরিশাল এস এম অজিয়র রহমান। পরিশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Top