You are here
Home > বাংলাদেশ > শিক্ষার্থীদের মধ্যে উদ্যোক্তা তৈরি ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে কর্মসূচি।

শিক্ষার্থীদের মধ্যে উদ্যোক্তা তৈরি ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে কর্মসূচি।

Share

বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের মাঝ থেকে উদ্যোক্তা গড়ে ওঠাকে উৎসাহিত করা এবং উদ্যোক্তা উন্নয়নে এ অঞ্চলের বিশ্ববিদ্যালয়গুলোর সক্ষমতা তৈরির উদ্দেশ্যে ইউরোপিয়ান কমিশন এর ইরোসমাস পস্নাস কর্মসূচির অধীনে এমইএলবিইউ (মোর ইন্টারপ্রিনিউরিয়াল লাইফ ইন বাংলাদেশী ইউনিভার্সিটিজ) শীর্ষক একটি প্রকল্পের ওয়েবসাইট ও ফিউচার ফান্ডার্স লিগ কম্পিটিশনের উদ্বোধন করা হচ্ছে।

আগামীকাল সন্ধ্যা সাড়ে ৭ টায় প্রধান অতিথি হিসেবে খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান এ কার্যক্রমের উদ্বোধন করবেন। উক্ত প্রোগ্রাম সম্পর্কিত সম্যক ধারণা দিবেন জার্মানির লাইপজিগ বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল এসইপিটি প্রোগ্রামের পরিচালক এবং এমইএলবিইউ প্রকল্পের সমন্বয়কারী জার্মানির লাইপজিগ বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. উটজ ডোম্বার্গার।

বক্তব্য রাখবেন পোল্যান্ডের মেরিটাইম ইউনিভার্সিটি অফ স্ত্মেতিন এর ম্যাকিইজ কোপসিজেনেস্কি। স্বাগত বক্তব্য রাখবেন এ প্রকল্পের বাংলাদেশ অংশের সমন্বয়কারী খুলনা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ডিসিপিস্ননের অধ্যাপক ড. মোঃ নূরম্নন্নবী। এই টিমের সদস্য বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং ডিসিপিস্ননের প্রফেসর ড. মোঃ মুরছালিন বিলস্নাহ এবং ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি ডিসিপিস্ননের প্রফেসর ড. মোঃ নজরম্নল ইসলাম জানান এমইএলবিইউ নিজেস্ব ওয়েবসাইট উদ্বোধনের ফলে বাংলাদেশি শিক্ষার্থী  উদ্যোক্তাদের জন্য বিভিন্ন তথ্য প্রাপ্তি সহজতর হবে। এছাড়া প্রতিযোগিতার নিয়মাবলী ও অন্যান্য তথ্যাদিও জানা যাবে। এর ফলে খুলনা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অধিক সংখ্যায় এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন।

Top