You are here
Home > বাংলাদেশ > বরিশালে সরকারী জায়গায় অবৈধ স্থাপণা নির্মাণ।

বরিশালে সরকারী জায়গায় অবৈধ স্থাপণা নির্মাণ।

Share

কোন নিয়মনীতির তোয়াক্কা না করে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার বাটাজোর বাসষ্ঠ্যান্ডের পশ্চিম পাশে সরকারী জায়গার উপর অবৈধ স্থাপণা গড়ে তুলছে বাটাজোর ইউপি চেয়ারম্যানের পুত্র তৌকির হাওলাদার।

রবিবার সকালে সরেজমিনে দেখা গেছে, মহাসড়ক সংলগ্ন বাটাজোর খালের একাংশ দখল করে স্থাপণা নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছে শ্রমিকরা। দোকান ঘর নির্মাণে কারো অনুমতি নেয়া হয়েছে কিনা জানতে চাইলে চেয়ারম্যান পুত্র তৌকির হাওলাদার সদুত্তর দিতে ব্যর্থ হন। এবিষয়ে বাটাজোর ইউপি চেয়ারম্যান আব্দুর রব হাওলাদারের ০১৭১৬০৬২৬০৫ নম্বরে একাধিক বার ফোন করা হলেও তার নম্বরটি বন্ধ থাকায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি। গৌরনদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জানান, অবৈধ স্থাপনা উত্তোলনের কোন সুযোগ নেই। এবিষয়ে খোঁজখবর নিয়ে ব্যবস্থা নেয়া হবে। উল্লেখ গত কয়েকদিন পূর্বেও বাটাজোর বন্দরে খালের পাশে স্থানীয় প্রভাবশালীরা অবৈধভাবে একাধিক দোকান ঘর নির্মাণ করেন।

Top