কালাই পৌর উপ-নির্বাচনে আ’লীগের মেয়র প্রার্থী নির্বাচিত।

জয়পুরহাটের কালাই পৌরসভার উপ-নির্বাচনে ৭হাজার ৫৬১ ভোট পেয়ে বেসরকারি ফলাফলে আ’লীগ প্রার্থী তৌফিকুল ইসলাম তালুকদার মেয়র নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপির প্রার্থী আনিছুর রহমান তালুকদার অনিয়মের নানা অভিযোগে নির্বাচন বর্জন করলেও তিনি ভোট পেয়েছেন ৬০৬। নির্বাচনে ভোটার উপস্থিতির হার ৬১.১১ শতাংশ।
জয়পুরহাটের কালাই পৌরসভার মেয়র পদে উপ-নির্বাচনে ৯টি কেন্দ্রে এই প্রথম ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এর মাধ্যমে শনিবার সকাল ৯টা থেকে ভোট গ্রহন শুরু হয়। যা বিরতিহীনভাবে চলে বিকেল ৫টা পর্যন্ত। গত ৫ ফেব্রুয়ারি কালাই পৌর সভার মেয়র হালিমুল আলম জন মারা গেলে মেয়রের শূন্য পদ পূরণে এই উপনির্বাচনের আয়োজন।
নির্বাচনে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তারা হলেন,তৌফিকুল ইসলাম তালুকদার (নৌকা),আনিছুর রহমান তালুকদার (ধানের শীষ) এবং স্বতন্ত্র প্রার্থী মামুনুর রশিদ (নারিকেল গাছ)। পৌরসভায় মোট ১৩ হাজার ৫২১ জন ভোটারের মধ্যে নারী ভোটারের সংখ্যা ৭ হাজার ৭২ জন এবং পুরুষ ভোটার ৬ হাজার ৪৪৯ জন। নির্বাচনকে অবাধ,সুষ্ঠ ও নিরপেক্ষ করতে র্যাব,পুলিশ ও বিজিবি সদস্য মোতায়েন ছিল।