আব্দুস সাত্তার ডিগ্রী কলেজের নবনির্বাচিত সভাপতিকে ফুল দিয়ে বরণ।

ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার উত্তরাঞ্চলে অবস্থিত আব্দুস সাত্তার ডিগ্রী কলেজের গভর্নিং বডির নব-নির্বাচিত সভাপতি এডঃ কামরুজ্জামান আনসারীকে ফুল দিয়ে বরণ করে নিলেন কলেজের গভর্নিং বডির সদস্য, শিক্ষকবৃন্দ এবং অরুয়াইল- পাকশিমুল ইউনিয়নের আওয়ামিলীগ নেতৃবৃন্দ। আজ ১০ অক্টোবর শনিবার দুপুরে আবদুস সাত্তার ডিগ্রী কলেজে তাঁকে ফুল দিয়ে বরন করা হয়।
অনুষ্ঠানকালে আবদুস সাত্তার ডিগ্রী কলেজের অধ্যক্ষ মুখলেছুর রহমান বলেন, আওয়ামীলীগের কেন্দ্রীয় নেতা জনাব এডঃ কামরুজ্জামান আনসারীকে আমরা পেয়ে আনন্দিত, তাঁর মত একজন সচেতন ও দায়িত্ববান লোক কলেজের সভাপতি হিসেবে থাকলে কলেজের উন্নয়ন ও শিক্ষার্থীদের পড়ার মান ভালো হবে বলে আমরা মনে করি।
এ সময় উপস্থিত ছিলেন কলেজের গভর্নিং বডির সদস্যবৃন্দ, শিক্ষকবৃন্দ, অরুয়াইল- পাকশিমুল ইউনিয়নের আওয়ামিলীগ নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।