বরিশালে সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির বর্ধিত সভা।

বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়। শনিবার (১০ অক্টোবর) সকাল ১১ টায় বাকেরগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।
বাকেরগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার মাধবী রায় এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশালের জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান।
সভায় সন্ত্রাস, নাশকতা এবং সামাজিক বিভিন্ন অপরাধের দিকগুলো তুলে ধরে এবং অপপ্রচার বা গুজবের বিষয়ে সাধারণ জনগণকে সচেতনতা বৃদ্ধি করার লক্ষ নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি সন্ত্রাস, নাশকতা ও সামাজিক বিভিন্ন অপরাধ প্রতিরোধে সবাইকে একসাথে কাজ করার আহবান জানান জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান।
এসময় বাকেরগঞ্জ উপজেলা পরিষদ মেয়র লোকমান হোসেন ডাকুয়া, সহকারী কমিশনার (ভূমি) তরিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান তহমিনা বেগম, উপপরিচালক মহিলা বিষয়ক অধিদপ্তর বরিশাল দিলারা খানম, বাকেরগঞ্জ থানার ওসি তদন্ত এবং উপজেলার সকল ইউনিয়ন এর চেয়ারম্যান বৃন্দসহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।