You are here
Home > বাংলাদেশ > বরিশালের গৌরনদীতে ধর্ষন ও নারী নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন।

বরিশালের গৌরনদীতে ধর্ষন ও নারী নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন।

Share

ক্রমবর্ধমান নারী-নির্যাতনের প্রতিবাদে ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বরিশাল জেলার গৌরনদীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল এগারটায় বরিশাল জেলার গৌরনদী বাসষ্ট্যান্ডে সু-শাসনের জন্য নাগরিক (সুজন) এর উপজেলা ও পৌর কমিটি, জাতীয় কন্যা শিশু অ্যাডভোকেসি ফোরাম, গৌরনদী উপজেলা প্রেসক্লাব, সিসিডিবি এবং এইড’র যৌথ আয়োজনে ঘন্টাব্যাপী মানববন্ধন শেষে অনুষ্ঠিত সমাবেশে সুজনের গৌরনদী উপজেলা কমিটির সভাপতি সাংবাদিক জহুরুল ইসলাম জহির’র সভাপতিত্বে বক্তব্য রাখেন গৌরনদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক জনকন্ঠের স্টাফ রিপোর্টার খোকন আহম্মেদ হীরা, গৌরনদী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি মোঃ জামাল উদ্দিন, এইড’র নির্বাহী পরিচালক ও সুজনের গৌরনদী উপজেলা কমিটির সাধারণ সম্পাদক প্রেমানন্দ ঘরামী, মুক্তিযোদ্ধা চক্রবর্তী নিতাই লাল, সিসিডিবির কর্মসূচী কর্মকর্তা সরকার ফিলিফ, নারী নেত্রী মাধবী রানী দাস প্রমূখ।

Top