You are here
Home > বাংলাদেশ > চাঁপাইনবাবগঞ্জে ধর্ষণের বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি।

চাঁপাইনবাবগঞ্জে ধর্ষণের বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি।

Share

চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সামনে বেসরকারী সংস্থা স্পর্শ ফাউন্ডেশনের ব্যানারে ঘন্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

তোমার বোন, তোমার মা আজ সম্ভ্রমহারা। ধর্ষক তোমরা কারা? এই শ্লোগান সামনে রেখে সারাদেশের মতো চাঁপাইনবাবগঞ্জে ধর্ষণের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সভা কর্মসূচী পালন করা হয়েছে। এই কর্মসূচি তে বিভিন্ন পেশার মানুষ যোগদান করেন।

ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচীতে ধর্ষণের বিরুদ্ধে বক্তব্য রাখেন, স্পর্শ ফাউন্ডেশনের সভাপতি শাখওয়াত হোসেন, সাধারণ সম্পাদক নুরুজ্জামান, চাঁপাইনবাবগঞ্জ হেল্প লাইনের সহ-সভাপতি রায়হান আলী, হেল্প লাইনের সদস্য শারমীন নাহার, ও এনি খাতুন।

মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তারা বলেন, বর্তমান সময়ে ধর্ষণ বেড়ে যাওয়ায় নিরাপত্তাহীনতায় রয়েছে গোটা নারী সমাজ। নিরাপদ থাকুক সকল মা-বোন, বন্ধ হোক ধর্ষণ ও নির্যাতন। মানববন্ধনে ধর্ষকদের কঠোর শাস্তি দাবি করেন।

Top