ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে সরাইল হাওরাঞ্চলে বিক্ষোভ মিছিল ও মানবন্ধন।

সিলেট এমসি কলেজে নারী ধর্ষণ ও নোয়াখালীর বেগমগঞ্জে নারীর শ্লীলতাহানীসহ দেশব্যাপী নারী নির্যাতনের প্রতিবাদে এবং ধর্ষণকারীদের সর্বোচ্চ শাস্তির দাবীতে
মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে সরাইল হাওরাঞ্চলের দলমত নির্বিশেষে সর্বস্তরের মানুষ।
আজ বৃহস্পতিবার সকাল ১১টায় অরুয়াইল সিএনজি স্টেশনে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সরাইল ( হাওরাঞ্চল) সচেতন নাগরিক সমাজের আয়োজনে মানববন্ধন শেষে প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন অরুয়াইল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাজী আবু তালেব। সমাজকর্মী উজ্জল সরকারের সঞ্চালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখানে অরুয়াইল ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক( ১) মোঃ মাসুক মিয়া, অরুয়াইল আব্দুস সাত্তার কলেজ পরিচালনা পর্ষদের সদস্য মোঃ ইয়াকুব, সাবেক ছাত্রলীগ নেতা আরিফ আহমেদ, ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক হোসেন খন্দকার প্রমুখ।
সভায় বক্তরা দেশব্যাপী নারী-শিশু নির্যাতন ও ধর্ষণে জড়িত ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ডের দাবী জানান। একই সঙ্গে প্রশাসনকে আরও দ্রুত সমাজের এই মানুষরুপী ধর্ষকদের গ্রেপ্তারের আহবান করেন।