You are here
Home > বাংলাদেশ > সরাইলে অসহায় মানুষের মাঝে সেলাই মেশিন বিতরণ।

সরাইলে অসহায় মানুষের মাঝে সেলাই মেশিন বিতরণ।

Share

সরাইলে ৪টি অসহায় ও দুস্থ পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। আজ বুধবার(৭ অক্টোবর) দুপুরে গরীবের বন্ধু খ্যাত মনসুর আলীর উদ্যোগে এবং তার ফেসবুক বন্ধুদের আর্থিক সহায়তায় অরুয়াইল বাজারে উপস্থিত ইজা ডেন্টাল প্লাসে এসব সেলাই মেশিন বিতরণ করা হয়।

বীর মুক্তিযোদ্ধা সাহের উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবদুস সাত্তার ডিগ্রী কলেজের ইংরেজী বিভাগের বিভাগীয় প্রধান মো. এলাই মিয়া,সাংবাদিক ও কলামিষ্ট আবুল খায়ের আনসারী, সমাজকর্মী মনসুর আলী প্রমূখ।

Top