You are here
Home > বাংলাদেশ > সরাইলে ধর্ষকদের শাস্তির দাবীতে প্লেকার্ড হাতে তিন যুবকের মৌন মিছিল।

সরাইলে ধর্ষকদের শাস্তির দাবীতে প্লেকার্ড হাতে তিন যুবকের মৌন মিছিল।

Share

ব্রাহ্মনবাড়িয়ার সরাইলের প্রত্যন্ত অঞ্চল অরুয়াইলে সাম্প্রতিক সময়ে সকল ধর্ষণ, নিপীড়নের প্রতিবাদে “ধর্ষকদের ইসলামি আইন অনুযায়ী শাস্তির দাবীতে” ৩ যুবক প্লেকার্ড হাতে বিভিন্ন রাস্তায় ঘুরে ঘুরে মৌন মিছিল করেন।

আজ মঙ্গলবার বেলা ১১টায় অরুয়াইল আব্দুস সাত্তার ডিগ্রী কলেজের শহীদ মিনার হতে মৌন মিছিল শুরু করে অরুয়াইল বাজারের প্রধান প্রধান সড়ক ঘুরে কলেজের মূল ফটকে এসে শেষ হয়।

অরুয়াইল স্টুডেন্ট ফাউন্ডেশনের সাবেক সভাপতি মো.বাশার আহমেদ এর নেতৃত্বে এই মৌন মিছিলটি হয়।
প্রতিবাদকারীদের প্লেকার্ডে লেখা ছিলো-‘ ইসলামি আইন অনুযায়ী ধর্ষকদের শাস্তির চাই; জেগে উঠো বাংলাদেশ; ধর্ষক হঠাও,দেশ বাঁচাও।

 

Top