পাঁচবিবি সীমান্তে ডোবা থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার।

Share
জয়পুরহাটের পাঁচবিবির কয়া সীমান্ত এলাকার শালুয়ার বিলের একটি ডোবা থেকে অর্ধগলিত অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার দুপুরে মরদেহটি উদ্ধার করা হয়।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মনসুর রহমান জানান, পাঁচবিবি সীমান্ত এলাকার শালুয়ার বিলে কয়েকজন জেলে ডোবাতে মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে মর্গে পাঠায়। ১০/১৫ দিন আগে অজ্ঞাত ওই যুবককে হত্যার পর মরদেহ ডোবাতে ফেলে দেওয়া হয়েছে বলে পুলিশ প্রথমিকভাবে ধাররণা করছে। এখন পর্যন্ত অজ্ঞাত ওই যুবকের পরিচয় পাওয়া যায়নি বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।