You are here
Home > বাংলাদেশ > চাঁপাইনবাবগঞ্জে কলেজছাত্রীকে বেঁধে নির্যাতনকারী যুবক গ্রেফতার।

চাঁপাইনবাবগঞ্জে কলেজছাত্রীকে বেঁধে নির্যাতনকারী যুবক গ্রেফতার।

Share

চাঁপাইনবাবগঞ্জে বিকাশের দোকানে গত মঙ্গলবার কলেজছাত্রীকে খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতন ও লাঞ্ছনার ঘটনায় মূলহোতাকে শুক্রবার গভীর রাতে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ।

গ্রেফতারকৃত আশিকুর রহমান সোহান (২৫) চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার বেলেপুকুর মহল্লার রেজাউল করিমের ছেলে।

শনিবার দুপুরে গোয়েন্দা পুলিশের ইন্সপেক্টর বাবুল উদ্দীন সরদার এক প্রেস বিফিংয়ে সাংবাদিকদের বলেন, গত মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলার মল্লিকপুর বাজারে বিকাশের দোকানে টাকা তোলা নিয়ে এজেন্টের সঙ্গে এক কলেজছাত্রীর ঝামেলা হয়। সেই সূত্রের জের ধরে মেয়েটি কে অকথ্য ভাষায় গালিগালাজ করে।

একপর্যায়ে ওই ছাত্রী ঘটনাস্থল থেকে চলে গেলে এজেন্ট মালিক প্রায় এক কিলোমিটার দূর থেকে ভ্যানে করে ধরে নিয়ে এসে দোকানের সামনে খুঁটির সঙ্গে বেঁধে রাখে ওই ছাত্রীকে। এরপর নির্যাতন ও গালাগালি করে।

খুঁটির সঙ্গে বেঁধে রেখে নির্যাতন করা ওই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলে স্থানীয় বিকাশ এজেন্টের মালিক সোহানকে শুক্রবার গভীর রাতে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়। এ ঘটনায় নাচোল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

Top